ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

ইস্ট এন্ড ক্লাবে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার বর্ষবরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৩ এপ্রিল ২০২৫  
ইস্ট এন্ড ক্লাবে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার বর্ষবরণ

১ বৈশাখ ১৪৩২ আয়োজনে প্রস্তুতির অংশ হিসেবে গানের অনুশীলন

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা ও ইস্ট এন্ড ক্লাব-এর আয়োজনে ১ বৈশাখ ১৪৩২ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি শুরু হবে সকাল সোমবার (১৪ এপ্রিল) ৭টা ৩০ মিনিটে। ঐতিহাসিক ধুপখোলা মাঠের ইস্ট এন্ড ক্লাব কর্নারে ‘এসো হে বৈশাখ’ গানের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হবে। 

অনুষ্ঠানে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা পরিচালিত কিশলয় ললিতকলা কেন্দ্র, কিশলয় চারুকলা কেন্দ্র, কচি-কাঁচা বিদ্যানিকেতন, কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কামাল স্মৃতি পাঠাগারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃত্তির পরিবেশনা থাকবে। যা আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক ও ৪৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল কাদির। এতে সভাপতিত্ব করবেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক এ. এম. শফিউর রহমান দুলু।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় রয়েছেন কিশলয় ললিতকলা কেন্দ্রের অধ্যক্ষ গোলাম জিলানী এবং সঞ্চালনায় থাকবেন মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

ঢাকা/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়