ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

গাজীপুরে বগি লাইনচ্যুত, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১৪ এপ্রিল ২০২৫  
গাজীপুরে বগি লাইনচ্যুত, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি  বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। 

রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে গাজীপুরের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৪ এপ্রিল) ভোর ৪টায় ট্রেন চলাচল শুরু হয়। 

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এই ট্রেনটি। রবিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছালে লাইনচ্যুত হয়। পরে ট্রেনের পেছনের লাইনচ্যুত তিনটি বগি রেখে ইঞ্জিনসহ ট্রেনটি চলে যায়। ফলে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।  ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর আজ ভোর ৪টার পরে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা/রেজাউল/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়