ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

আখাউড়ায় চুরির অপবাদে ৩ নারীর চুল কেটে নির্যাতন, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ এপ্রিল ২০২৫  
আখাউড়ায় চুরির অপবাদে ৩ নারীর চুল কেটে নির্যাতন, আটক ১

অভিযুক্ত সুমন দাস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন দাস নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, “নারীদের চুল কাটার অভিযোগে সুমন দাসকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”

আটক সুমন দাস আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স এস.এম ইলেকট্রিক কর্ণারের মালিক। এ ঘটনায় মো. রাব্বিসহ আরো কয়েকজন জড়িত বলে জানান স্থানীয়রা।

আরো পড়ুন:

প্রতক্ষ্যদর্শীরা জানান, রবিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর শহরের সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর এলুমিনিয়াম স্টোরের সামনে চুরির অপবাদে তিন নারীকে মারধরসহ চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটে। এসময় ওই নারীদের সঙ্গে থাকা একটি শিশু ভয়ে চিৎকার করতে থাকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়