ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী’ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে গণহত্যার বিচার দাবি এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ফেনীর মিজান ময়দানে শুরু হওয়া এই কর্মসূচিতে জেলার সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে র্যালি বের হয়। এসময় তারা ‘ফিলিস্তিন মুক্তি পাক’, ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘বয়কট ইসরায়েলি পণ্য’ বলে স্লোগান দিতে থাকেন।
আয়োজকরা জানান, এটি ফেনীর রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ।
কর্মসূচিতে অংশ নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান বলেন, “এত গণহত্যার পরও জাতিসংঘ চুপ রয়েছে। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহু ও তার বাহিনীর বিচার চাই।”
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “আওয়ামী লীগ আমলে দাঁড়ি-টুপিওয়ালাদের দেখতে অপমান করা হয়েছে। গাজা রক্ষার আগে নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে।”
ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন নাজেম বলেন, “আমরা মেরুদণ্ডহীন জাতিসংঘ চাই না।”
ঢাকা/সাহাব/মাসুদ