চুয়াডাঙ্গায় বৈশাখের প্রথম দিনেই ঝড়-বৃষ্টি
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

চুয়াডাঙ্গায় সোমবার রাতে ঝড় ও বৃষ্টি হয়
বৈশাখের প্রথম দিনই ঝড়-বৃষ্টির কবলে পড়েছে চুয়াডাঙ্গা। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শুরু হয় ঝড় এরপর নামে স্বস্তির বৃষ্টি। এতে শীতল হয় গোটা জনপদ। ঝড়ের প্রভাবে চুয়াডাঙ্গার কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, বৈশাখ মাসের প্রথম দিনের রাতে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬.২ মিলিমিটার।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ দেবাসিস কুমার দাস জানান, এই বৃষ্টি উঠতি ফসলের জন্য খুবই কার্যকর। কৃষকরা খরায় তাদের ফসল বাঁচাতে প্রতিদিনই সেচ দিচ্ছেন, সেক্ষেত্রে বৈশাখ মাসের প্রথম বর্ষা ফসলের জন্য উপকার হয়ে এসেছে।
ঢাকা/মামুন/মাসুদ