কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মো. আলফু মিয়া
কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাস্তা পার হওয়ার সময় গতির ধাক্কায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য মো. জহির হোসেন।
মারা যাওয়া আলফু মিয়া বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা।
ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, “কুয়েতে গাড়ির ধাক্কায় আহত হন আলফু মিয়া। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। আলফু মিয়ার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা। মরদেহ বাংলাদেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তার স্বজনরা।”
ঢাকা/অমরেশ/মাসুদ