ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থানে হত্যা: ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ এপ্রিল ২০২৫  
গণঅভ্যুত্থানে হত্যা: ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর খালেদ খান পাঠান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর খালেদ খান পাঠানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সৌদি আরব থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাকে ফেনী মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান জানান, গত বছরের ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে, সেই মামলায় খালেদ খান পাঠান এজাহারনামীয় আসামি। তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ আগস্টের আন্দোলনে ফেনীর মহিপালে ছাত্র ও জনসাধারণের ওপর আওয়ামী লীগের  হামলায় ৯ শিক্ষার্থী নিহত হয়। অনেকে আহত হয়। এ সব হত্যার একাধিক মামলায় খালেদ খান পাঠান এজাহারনামীয় আসামি। 

ঢাকা/সাহাব/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়