ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

সুনামগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৫ এপ্রিল ২০২৫  
সুনামগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত 

সুনামগঞ্জের বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) ও আমির উদ্দিন (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ও ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে বজ্রপাতে তারা নিহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নোয়াগাঁও গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বাড়ির পাশে হাওরে গরু আনতে যান। এ সময় ঝড় ও বৃষ্টি শুরু হয়। সেখান থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় গ্রামের কয়েকজন তাকে উদ্ধার করে পাশের উপজেলার কৈতক ২০ শয্যার হাসপাতালে নিয়ে যান। তখন জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন নামে হাঁসের খামারি নিহত হয়েছে। তিনি ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের জমি থেকে তার হাঁস আনতে যান আমির উদ্দিন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বজ্রপাতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/মনোয়ার/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়