গাইবান্ধার সাবেক এমপি শাহ সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শাহ সারোয়ার। ফাইল ফটো
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ারকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলা শহরের ঈদগা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি বলেন, ‘‘গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার দিনাজপুরে ভগ্নীপতির বাড়িতে আত্মগোপনে আছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দুটি মামলা আছে। তাকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’’
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘‘গত ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি ও জেলা যুবদলের অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার পলাতক আসামি সাবেক এমপি শাহ সরোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’’
শাহ সারোয়ার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা/মাসুম/রাজীব