ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় হামলায় ২ পুলিশ আহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:২৯, ১৬ এপ্রিল ২০২৫
বগুড়ায় হামলায় ২ পুলিশ আহত

বগুড়ায় হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলা মোড়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে তারা হামলার শিকার হন। 

আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক আহম্মদ আলী।

আরো পড়ুন:

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী জানান, মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা শহরের কালিতলা এলাকায় যান। সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নাম না জানা এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়। তারা লাঠি দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন বলেন, “আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তারা শঙ্কা মুক্ত। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়