ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১৭ এপ্রিল ২০২৫  
সাতক্ষীরায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

জব্দকৃত শাড়ি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থান থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ট্রাক ভর্তি উন্নত মানের শাড়ি, টিস্যু জর্জেট থানকাপড় ও চায়না ক্লে পাউডারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক করা হয়েছে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম ডাবলুকে।

জব্দকৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পুলিশ সুপার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থান থেকে ট্রাক ভর্তি উক্ত মালামালসহ হেলপারকে আটক করা হয়।

আটক ট্রাক হেলপার মফিজুল ইসলাম ডাবলু (৩৫) সাতক্ষীরা শহরের মধুরমোল্লারডাঙ্গী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সুপার জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও থানকাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে কলারোয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ট্রাকটি অনুসরণ করে তার পিছু নেয়। একপর্যায়ে ট্রাকটিকে ধাওয়া করে কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থানে গিয়ে গতিরোধ করা হয়।

এসময় ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও এর হেলপার ডাবলুকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৭। জব্দকৃত ট্রাকটি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ট্রাকটি তল্লাশি চালিয়ে এক হাজার ১৫০ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, ৬০০ গজ টিস্যু জর্জেট থানকাপড়, ৪৫১ বস্তা ভারতীয় চায়না ক্লে পাউডার ও ৭১ বস্তা সাদা পাউডার ও সাগুর দানার ন্যায় ভারতীয় কেমিক্যাল পদার্থ জব্দ করা হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, ভোমরা স্থলবন্দরের রিয়াদ ট্রান্সপোর্ট এজেন্সির গাড়ির মাধমে এসব মালামাল এসেছে।

এছাড়া কোন সিএন্ডএফ এর মাধ্যমে এসব মালামালগুলো ভারত থেকে আনা হয়েছে এবং এর নেপথ্যে কারা জড়িত সেগুলো ডিবি পুলিশের অধিকতর তদন্তে বেরিয়ে আসবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হবে বলে জানান পুলিশ সুপার।

ঢাকা/শাহীন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়