ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্মাণাধীন ভবনের স্ল্যাব চাপা পড়ে শ্রমিক নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:০৭, ১৯ এপ্রিল ২০২৫
নির্মাণাধীন ভবনের স্ল্যাব চাপা পড়ে শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের স্ল্যাব চাপা পড়ে রইছ উদ্দিন (৩৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইছ উদ্দিন উপজেলার বালিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বরমী বাজারের পাশে কাপড় ব্যবসায়ী মো. ফাইজ উদ্দিনের নির্মাণাধীন দোতলা ভবনের ফটকে কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছিল। সকালে রইছ উদ্দিন স্ল্যাবের সেন্টারিংয়ের কাঠ সরানোর জন্য উপরে ওঠেন। এসময় স্ল্যাব ভেঙে নিচে পড়ে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়