ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২১ এপ্রিল ২০২৫  
এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের

রাকিবুল ইসলাম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অটোরিকশা উল্টে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলামের ( ১৭)  মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের  মহিষমারী সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়।

নিহত রাকিবুল ইসলাম উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসনের ছেলে ও বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

আরো পড়ুন:

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন করেছেন।

নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলাম ও তার চার সহপাঠী অটোরিকশা ভাড়া করে গিয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তারা অটোরিকশায় করে বের হয়। এ সময় মাধনগর যাওয়ার পথে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে অটোরিকশা উল্টে গেলে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়