ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকাতি মামলায় ১৯ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২২ এপ্রিল ২০২৫  
ডাকাতি মামলায় ১৯ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার

১৯ বছর পর গ্রেপ্তারকৃত কাজল

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের কাজল মিয়া ডাকাতি মামলায় ১৯ বছর পালিয়ে ছিলেন। এরমধ্যে আদালতে ১০ বছরের সাজাও হয়েছিল তার। তবুও ধরা দেননি তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, চুনারুঘাট পূর্বাঞ্চলের একঢালা গ্রামের কনা মিয়ার ছেলে কাজল মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় একটি ডাকাতি মামলা হয়। এ মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। ওই মামলায় ২০২১ সালে কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দেন সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।

মামলার পর থেকে ১৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাজল। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার (২১ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে কাজলকে কারাগারে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, গ্রেপ্তারকৃত কাজল সিলেট বিয়ানীবাজার থানার ডাকাতি মামলার আসামি। ওই মামলায় আদালত কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়