ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২২ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৫১, ২২ এপ্রিল ২০২৫
গোপালগঞ্জে নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাঁজা ও টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ১ লাখ ৫ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া ও নকড়িরচর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর শরীফপাড়া এলাকার কামরুল শরীফের স্ত্রী সোনিয়া বেগম (৩৬) ও একই উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়ির চর গ্রামের মৃত হালিম শেখের ছেলে ওবায়দুল (৩৩)।

সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদকের চালান বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরীফপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই স্থান থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোনিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তার স্বামী কামরুল শরীফ (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে নকড়ির চর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৫ হাজার টাকাসহ মাদক কারবারি মো. ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদক কারবারি চালিয়ে আসছিলেন। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়