‘মুণ্ডুবিহীন লাশের পাশে পড়ে ছিল দুজন, পানি চাইলেও খাওয়ানোর আগে মৃত্যু’
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার বুড়িচং উপজেলায় রেললাইন থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সকালে সদর রসুলপুর রেলস্টেশন থেকে উত্তরে মাধবপুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে, এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শাহেদ নামের স্থানীয় এক যুবক বলেন, ‘‘তিন যুবকের মধ্যে এক জনের মুণ্ডুবিহীন লাশ পড়ে ছিল। অন্য দুই জনের শরীর দ্বিখণ্ডিত ছিল, তবে তারা বেঁচে ছিলেন; পানি চেয়ে কাতরাচ্ছিলেন। দৌড়ে পানি আনতে যাই, কিন্তু আসার আগেই তাদের মৃত্যু হয়।’’
সদর রসুলপুর রেলস্টেশনের স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘‘ভোরে স্থানীয়রা চট্টগ্রামমুখী রেললাইনে তিন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’
তিনি আরো বলেন, ‘‘ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে, কোন ট্রেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/রুবেল/রাজীব