ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:১৬, ২৩ এপ্রিল ২০২৫
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশা ধাক্কায় এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত ব্যক্তির নাম আনসারুল (৬০)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামে। তিনি ধান কাটার কাজে গাজীপুরে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে পাঁচজন শ্রমিক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে বরমী বাজারের দিকে যাওয়ার সময় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আনসারুল মারা যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে গেছেন। নিহত ও আহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাকটি কার এবং কী কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়