ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৩ এপ্রিল ২০২৫  
দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

সাপ নিয়ে খেলা দেখাচ্ছেন শাকিল ইসলাম

দিনাজপুরের খানসামায় নিজের পোষা সাপের কামড়ে শাকিল ইসলাম (৩১) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাপুড়ে ওই এলাকার ফরমাজ আলীর বড় ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শাকিল একজন মাহান (গুনিক)। পাশাপাশি বিভিন্ন সাপ নিয়ে খেলা দেখাতেন। রমজান মাসের কয়েকদিন আগে একটি গোমা (গোখরা) সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন। গতকাল মঙ্গলবার দুপুরে তার পোষা সেই সাপটি কামড় দেয়। 

প্রথমে শাকিল বিষয়টি কাউকে জানাননি, নিজে নিজে বিষ নামানোর চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অপর এক গুনিকের কাছে নিয়ে যান। সেই গুনিকও সাপের বিষ নামাতে পারেননি।

তবে, বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, মৃত শাকিলকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার পর পরিবারের সদস্যরা তার জীবন আসবে এমন বিশ্বাসে রাতে আবারও গুনিক ও ওঝা নিয়ে ঝাড়ফুঁক করেন। এ ঘটনা দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় লাগে। অবশেষে আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, “আমি শাকিলকে দীর্ঘদিন থেকে জানতাম মাহানগিরি (গুনিক) করে। আমি তার মাধ্যমে মৌমাছির চাকও কেটে নিয়েছিলাম। বিভিন্ন সময়ে তাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যেতো।”

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “সাপের কামড়ে একজন সাপুড়ে মারা গেছে, বিষয়টি জেনেছি।”

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়