বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: টুকু
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। অথচ, আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ, বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি জয়ী হবে।”
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশে ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এই মুহূর্তে দেশের মানুষ নির্বাচন চায়। আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা জনগণ ঠিক করবে।”
রংপুর বিভাগীয় বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় ও বিভাগীয় নেতারা অংশ নেন।
ঢাকা/আমিরুল/মাসুদ