ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপহরণের ৯ দিন পর চবির ৫ শিক্ষার্থী মুক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৩৪, ২৪ এপ্রিল ২০২৫
অপহরণের ৯ দিন পর চবির ৫ শিক্ষার্থী মুক্ত

অপহরণের পর মুক্ত ৫ শিক্ষার্থী

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। কয়েক দফায় অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে বলে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। 

তবে, কোথায়-কখন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। অপহরণের ৯ দিন পর অপহৃতরা মুক্তি পেল।

আরো পড়ুন:

এর আগে গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থী। 

তারা হলেন- চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, একই বিভাগের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি।

এদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে অপহৃতদের উদ্বারে সোচ্চার থাকায় আইনশৃংখলা বাহিনীর সদস্য, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিকে, পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অপহরণ ঘটনার জন্য আবারও প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’ কে দায়ি করা হয়। তবে তা অস্বীকার করে ইউডিপিএফ প্রসিত গ্রুপ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল অপহৃতদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তরা অপহৃত শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে। তারা এখন পরিবারের জিম্মায় রয়েছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, অপহরণের পর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী খাগড়াছড়িতে ব্যাপক অভিযান চালানো হয়েছে।

ঢাকা/রূপায়ন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়