ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের সেবা না করায় স্ত্রীকে হত্যা করেন মোমিন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:৫৬, ২৫ এপ্রিল ২০২৫
মায়ের সেবা না করায় স্ত্রীকে হত্যা করেন মোমিন

আব্দুল মোমিন

শতবর্ষী মায়ের সেবাযত্ন না করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন মসজিদের ইমাম আব্দুল মোমিন (৬৮)। হত্যার পর লাশ ফেলে আসেন সেপটিক ট্যাংকে। এরপর মসজিদে চলে যান ফজরের নামাজ পড়াতে।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে। গত ৩ ফেব্রুয়ারি সকালে ৬৫ বছর বয়সী শাহিদা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চৌদ্দগ্রাম থানায় সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

শাহিদার ছেলে মাছুম বিল্লাহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষী করা হয় ইমাম আব্দুল মোমিনকে। তবে, তদন্তকালে পুলিশের সন্দেহ হলে ২৭ মার্চ মোমিনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে বুধবার (২৩ এপ্রিল) আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

জবানবন্দিতে আব্দুল মোমিন জানান, তার মা আতর বানুর বয়স ১৩০ বছরের কাছাকাছি। চলাফেরা করতে না পারলেও তিনি সুস্থ। মায়ের সেবাযত্ন নিয়ে স্ত্রী শাহিদার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এক রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি বালিশ দিয়ে স্ত্রীর মুখ চেপে ধরেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী নিস্তেজ হয়ে যান। তিনি ভোররাতে স্ত্রীর লাশ কাঁধে করে বাড়ির পাশের শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন। নিজের পোশাক খুলে রেখে গোসল সেরে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ান। বাসায় ফিরে ছেলেকে ফোন করে বলেন, “তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতেই বিবস্ত্র অবস্থায় শাহিদার লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্ত কর্মকর্তা এসআই হেশাম উদ্দিন বলেছেন, “আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মোমিন একাই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। দ্রুততম সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।”

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়