ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাকিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৩০, ২৬ এপ্রিল ২০২৫
হাকিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

দিনাজপুরের হাকিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হিলি-বিরামপুর সড়কের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিপি মুন্সীপাড়ার মৃত আকবর মুন্সীর ছেলে দুখু (২৯), ভুট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুরের সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), মৃত রহমত আলীর ছেলে জনি (২৮), ইদুল আলীর ছেলে বাপ্পী (২৮), রাজধানী মোড়ের মৃত আসার উদ্দিনের ছেলে আলম (৩২) ও আসার উদ্দিনের ছেলে বাবু (২৫)।

আরো পড়ুন:

হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে হিলি-বিরামপুর সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছুরি, হাসুয়া, রড ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়