ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে কালবৈশাখীর তাণ্ডব

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:০৮, ২৭ এপ্রিল ২০২৫
কুড়িগ্রামে কালবৈশাখীর তাণ্ডব

ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা

কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুৎ এর খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধান ক্ষেত। 

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। তবে এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়েছে

অপরদিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তার স্বজনরা।

সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম বলেন, “কালবৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে জমিতে ধান গাছ পড়ে গেছে। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা।”

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, “শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

ঢাকা/বাদশাহ্/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়