ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাস্তায় ইটভাটার মাটিতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৯ এপ্রিল ২০২৫  
রাস্তায় ইটভাটার মাটিতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ৬

মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া বাস

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় পূর্বাশা পরিবহনের একটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে মহেশপুর উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মেহেরপুর যাচ্ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার ওপর পড়ে থাকা ইটভাটার মাটির কারণে নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অন্তত ৬ জন যাত্রী আহত হন। 

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সবাইকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়