হবিগঞ্জে মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার মতিলাল দাস।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কথার অবাধ্য হওয়ায় পূর্ণিমা রাণী দাসকে (২৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা মতিলাল দাসের বিরুদ্ধে। এ ঘটনায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে পূর্ণিমা রাণীকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বাবা ও মেয়ের মধ্যে কথা কাটাকটির একপর্যায়ে মতিলাল দাস ঘরে থাকা ধারালো দা দিয়ে পূর্ণিমার গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাশের সুরতহাল শেষে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, ‘‘পূর্ণিমার গলায় দুটি গভীর কোপের চিহ্ন রয়েছে। তার একটি হাতও কেটে গেছে। নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’’
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মতিলালকে গ্রেপ্তার করেন।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘পূর্ণিমাকে তার স্বামী ডিভোর্স দিয়েছিলেন। পূর্ণিমা এলাকায় আপত্তিকরভাবে চলাফেরা করতেন বলে অভিযোগ ছিল। তার বাবা নিষেধ করলেও তিনি তা শুনতেন না। এ কারণে মতিলাল দাসের সঙ্গে মেয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেয়েকে কুপিয়ে হত্যা করেন তিনি।’’
ঢাকা/মামুন/বকুল