ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় যুবক‌কে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ২৭ অক্টোবর ২০২৫  
বগুড়ায় যুবক‌কে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

বগুড়ায় হা‌বিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধন নামের আরেকজনকে কুপি‌য়ে‌ আহত করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৭ অক্টোবর) রাত পৌ‌নে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হা‌বিবুর রহমান খোকন মাল‌তিনগর দক্ষিণপাড়ার কামাল হো‌সে‌নের ছে‌লে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন ও বাধন মোটরসাইকেলযোগে যা‌চ্ছি‌লেন। পথিমধ্যে দুর্বৃত্তরা ধারা‌লো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে পেছন থেকে কোপ দিলে মোটরসাইকেল থেকে পড়ে যান তারা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। আহতাবস্থায় পালিয়ে যান বাধন।

বগুড়া সদর থানার ওসি হাসান বা‌সির ব‌লেন, ‘‘পূর্ব শত্রুতার জে‌রে এ ঘটনা ঘটছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত বাধন হাসপাতালে চি‌কিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের ধর‌তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’’

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়