ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভৈরব-বাজিতপুরকে জেলা ঘোষণার দাবির প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:২০, ২৯ অক্টোবর ২০২৫
ভৈরব-বাজিতপুরকে জেলা ঘোষণার দাবির প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো ও আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

বুধবার (২৯ অক্টোবর) কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা বলেন, সম্প্রতি বাংলাদেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ভৈরব ও বাজিতপুরে কিছু ব্যক্তি আন্দোলন করছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক।

তারা জানান, জেলার দাবিতে ভৈরবে আন্দোলনকারীরা রেলপথ ও নৌপথ অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন। এমনকি যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনাও ঘটিয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আয়োজকদের একজন জুকলুল হাসান চয়ন বলেন, ‘‘ভৈরবকে জেলার দাবিতে পাথর নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জেলা ঘোষণার দাবিতে তারা একের পর এক কাণ্ডজ্ঞানহীন কাজ করছেন। বাংলাদেশে ৬৪ জেলা প্রশাসনিকভাবে সঠিক আছে এবং সেটাই যেন থাকে।’’

গত কয়েকদিন ধরে কিশোরগঞ্জের ভৈরব ও বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ চলছে। দাবি আদায়ে মহাসড়ক, রেলপথ ও নৌপথ অবরোধও করা হয়েছে।

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়