ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া মানুষ নির্বাচন মানবে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৫৪, ২৯ অক্টোবর ২০২৫
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া মানুষ নির্বাচন মানবে না: মামুনুল হক

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলার মানুষ নির্বাচন মানবে না। নভেম্বরের মধ্যে গণভোট বাস্তবায়ন করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যারা গণহত্যা চালিয়েছে, তাদের দৃশ্যমান বিচার করতে হবে। স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এরপর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা চিন্তা করা যায়।’’

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় ঈদগা মাঠে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘‘বাংলাদেশে আগামীর রাজনীতি হবে বাংলাদেশ পন্থা রাজনীতি। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিণ্ডি—কোনো পন্থার রাজনীতি বাংলাদেশে চলবে না। এ দেশের মানুষ একবার পিণ্ডিদের ঝাঁটাপেটা করে তাড়িয়েছে। ২৪-এ দিল্লির আধিপত্যকে লাঠিপেটা করে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছে।’’

তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু, প্রতিদ্বন্দ্বিতার নামে যদি কেউ পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চায় তাহলে ঐক্যবদ্ধভাবে রুখে দিব।’’

মামুনুল হক আরো বলেন, ‘‘জুলাই বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয়। জুলাই আন্দোলন হয়েছে ৫৬ হাজার বর্গমাইলের সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষের কৃতিত্বে। এই বিপ্লবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যেমন রক্ত রয়েছে। তেমনি মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তও রয়েছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়