বিএনপি-আ.লীগের আমলে দেশ দুর্নীতিতে ৫ বার প্রথম হয়: রেজাউল করীম
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম।
বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে প্রথম হয়েছিল জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম বলেন, ‘‘৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তাদের একজনকেও স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেখিনি। বরং আমরা দেখলাম, দেশটাকে তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে।’’
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম বলেন, ‘‘বিএনপির সময় দেশটা তিনবার দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে। আওয়ামী লীগের সময়ও দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে।’’
তিনি বলেন, ‘‘স্বাধীনতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল তিনটা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা; যা বাস্তবায়ন হয়নি।’’
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোস্তফা কামাল, জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহিদ আনোয়ার প্রমুখ।
জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা/কাঞ্চন/বকুল