ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাউজানে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:২৪, ৩০ অক্টোবর ২০২৫
রাউজানে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ

চট্টগ্রামে ‘সন্ত্রাসের জনপদ’ হিসেবে খ্যাত রাউজান উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ডগ স্কোয়াডসহ র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান চালায়।

আরো পড়ুন:

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ১২টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়। এছাড়া, গুলি ও মাদকসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে।

র‌্যাব জানিয়েছে, জব্দ করা অস্ত্রগুলো সম্প্রতি রাউজানে ঘটানো একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। গত কয়েক মাসে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে। সর্বশেষ গত শনিবার রাউজানে যুবদলকর্মী মুহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়