ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

পিরোজপুরে সন্ত্রাস দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

পিরোজপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১০ সেপ্টেম্বর ২০২৪  
পিরোজপুরে সন্ত্রাস দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপরাধ দমন ও নিরপেক্ষভাবে কাজ করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পিরোজপুরের নতুন পুলিশ সুপার (এসপি) খান মো. আবু নাসের। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে   মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। 

খান মো. আবু নাসের রোববার (৮ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশ সুপারের দায়িত্ব নেন।

এ সময় পুলিশ সুপার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ নিহতদের রুহের মাগফিরত কামনা করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরে তিনি উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, ‘পুলিশের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ জনগণের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি জনগণকে অযথা হয়রানি থেকে মুক্তি দিয়ে সেবার কাজ করবে। অতীতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন সেই ধরনের সমস্যা নেই বলে মনে হচ্ছে। তাই পিরোজপুরবাসী যে রকম পুলিশিং চাইবে, আমরাও সেইরকম করব।’ 

এ সময় তিনি মাদক ও কিশোর গ্যাংসহ ভয়ানক অপরাধীদের নতুন তালিকা তৈরি করে অপরাধ দমনে কাজ করার ঘোষণা দেন। আর এ সব কাজে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান, মুকিত হাসান খান।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, বিটিভির প্রতিনিধি এসএম পারভেজ, ইউএনবির শুকুর মাহমুদ প্রমুখ।
 

তাওহিদুল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়