ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

পিরোজপুরে সড়কের পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সওজ

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৩০ অক্টোবর ২০২৪  
পিরোজপুরে সড়কের পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সওজ

পিরোজপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ, আল্লামা সাঈদী ফাউন্ডেশন ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সওজ। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তানভীর আহমেদ বলেন, অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান। পিরোজপুর সড়ক বিভাগের অধীনে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ, আল্লামা সাঈদী ফাউন্ডেশন ও এর আশপাশ এলাকায় সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়। সওজ-এর জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

আরো পড়ুন:

তাওহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়