ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার পদত্যাগ  

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৯ মার্চ ২০২৫  
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার পদত্যাগ  

ছিদ্দিকুর রহমান

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান পদত্যাগ করেছেন। বুধবার (১৯ মার্চ) দুপুরে কাঁঠালিয়া প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

ছিদ্দিকুর রহমান লিখিত পদত্যাগপত্রে জানান, তিনি বিগত ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে যোগদান করেন। মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্ম বিষয়ক পদে অন্তর্ভুক্ত হন। বর্তমানে তিনি ছারছিনার ছেলছেলায় বিশ্বাসী এবং ছারছিনার বর্তমান পীর সাহেবের বক্তদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই তিনি ওই পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করছেন।

সিদ্দিকুর রহমান ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হবেন না বলে জানান।
 

আরো পড়ুন:

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়