ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৬ এপ্রিল ২০২৫  
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ রেজাউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রসীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘একটি চক্র সুন্দরবন ও পাথরঘাটার হরিনঘাটা বনে হরিণ শিকারের পরিকল্পনা করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে রেজাউল নামের এক যুবককে আটক করা হয়। সে সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়