জলবায়ু পরিবর্তন : তিন প্রকল্পে সহযোগিতা করবে ইউএনডিপি
হাসান || রাইজিংবিডি.কম
অর্থনৈতিক প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে তিন প্রকল্পে সহযোগিতা করবে ইউএনডিপি।
এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৫৬ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে অর্থনৈতিক সর্ম্পক বিভাগ (ইআরডি) এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে আজ বুধবার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রকল্পগুলো জাতীয় পর্যায়ে বৃক্ষ নিধনের (আরইডি) কারণে সৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধ ও কার্বন নি:সরনের মাত্রা হ্রাস করতে জাতিসংঘের সহযোগিতা উদ্যোগের অংশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পগুলোর মোট ব্যয় বাংলাদেশ সরকার, ইউএনডিপি এবং জাতিসংঘের জেনারেল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) থেকে নির্বাহ করা হবে। এর মধ্যে ইউএনডিপি তার নিজস্ব ও জাতিসংঘের জিইএফ থেকে সংগৃহীত ৮৮ লাখ ১০ হাজার ডলার অনুদান সাহায্য হিসেবে প্রদান করবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
অবশিষ্ট টাকা বাংলাদেশ সরকার এবং ইউএনডিপি’র চলমান প্রকল্প থেকে অংশীদারি অর্থায়ন হিসেবে ব্যয় হবে।
আগারগাঁওয়ের ইআরডিতে এ চুক্তি স্বাক্ষর হয়। ইআরডি’র অতিরিক্ত সচিব মো. আসাদুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামোসিস চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল এবং বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৫/হাসান/নওশের
রাইজিংবিডি.কম