গাইবান্ধার সুন্দরগঞ্জে শিবিরের ১৩ নেতা-কর্মী আটক
হেদায়তুল || রাইজিংবিডি.কম
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় মাদ্রাসা সুপার আবুল হোসেনের পৌরশহরের তেঁতুলতলার বাসা থেকে তাদের আটক করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, সুন্দরগঞ্জ সদর বহুমুখি দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেনের বাসায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় গোপন বৈঠক থেকে মাদ্রাসা সুপার আবুল হোসেনসহ জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজনের নামে নাশকতার মামলা আছে। তাদের বৈঠকের উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাইজিংবিডি/গাইবান্ধা/১৫ জুন ২০১৫/হেদায়তুল/সনি
রাইজিংবিডি.কম