ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

বাজেট নিয়ে সিপিডির সঙ্গে মতবিনিময় করবেন রওশন

নঈমুদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৯ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজেট নিয়ে সিপিডির সঙ্গে মতবিনিময় করবেন রওশন

রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক : সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র সঙ্গে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময় করবেন সংসদের বিরোধী নেতা রওশন এরশাদ।

 

বুধবার বিকেলে সংসদ সচিবালয়ের শপথ কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হবে। বাজেটপরবর্তী আলোচনায় অংশ নিতে বিরোধীদলের পক্ষ থেকে সিপিডিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী নেতার ডাকে সাড়া দিয়ে সিপিডি মতবিনিময়ে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির একজন সংসদ সদস্য।

 

তিনি বলেন, ম্যাডামের আগ্রহে বাজেট নিয়ে সিপিডির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। আমরা তাদের কথা শুনব। বাজেট নিয়ে গঠনমূলক পরামর্শ থাকলে, সেই অনুযায়ী সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল হিসেবে ভূমিকা রাখবে।

 

গত ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৫/নঈমুদ্দিন/বকুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়