ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাম্পার ফলনের আশা

হাকিমপুরে বিস্তীর্ণ জমিতে রোপা আমন চাষ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৩০ আগস্ট ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
হাকিমপুরে বিস্তীর্ণ জমিতে রোপা আমন চাষ

রোপা আমন চাষ

হিলি সংবাদদাতা
দিনাজপুর, ৩১ আগস্ট: দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকায় রোপা আমন চাষ করা হয়েছে।

চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ইতোমধ্যে বেশির ভাগ জমিতে আমন ধান রোপন করা হয়ে গেছে। এলাকার চাষিরা রোপা আমনের বাম্পার ফলনের আশা করছেন।

হাকিমপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে ৮ হাজার ১শ’ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৮শ’ ৪০ হেক্টর, হাইব্রিড জাতের ২শ’ ১০ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হেক্টর জমি।

আবহাওয়া অনুকূলে থাকলে এবার ২২ হাজার ৪৭ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন কর্মকর্তা সুধেন্দ্রনাথ রায় বলেন, শস্যভান্ডার খ্যাত এ এলাকায় পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ব্যাপক ফলনের আশা করা হচ্ছে।


রাইজিংবিডি/হালিম/ডিএইচ/এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়