ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

রাস্তায় ধান ফেলে কৃষকের সড়ক অবরোধ

হেদায়েতুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তায় ধান ফেলে কৃষকের সড়ক অবরোধ

রাস্তায় ধান ফেলে কৃষকের সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি : ন্যায্য মূল্য না পেয়ে গাইবান্ধায় সড়কে ধানের বস্তা ফেলে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গাইবান্ধা শহরের রেলগেটে সোমবার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি ওই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচীতে বক্তব্য রাখেন মিহির ঘোষ, ওয়াজিউর রহমান রাফের, মোস্তাফিজুর রহমান মুকুল, সুভাষ শাহ রায় প্রমুখ।

বক্তারা বলেন, সরকার দাম ঘোষণা করলেও এখনো ধান ক্রয় শুরু হয়নি। অন্যদিকে ভারতীয় চালের ব্যাপক আমদানি থাকায় বাজারে ধান চালের চাহিদা নেই। ফলে কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। ৪০০ টাকা দরে প্রতিমণ ধান বিক্রি করে কৃষক উৎপাদন খরচও তুলতে পারছেন না।

বক্তারা অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের আহ্বান জানান।

 

 

 

 


রাইজিংবিডি/গাইবান্ধা/১৮ মে ২০১৫/হেদায়েতুল ইসলাম/রিশিত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়