ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

মন্ত্রিসভায় বাজেট উপস্থাপনে অনুমোদন

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৩ জুন ২০২১   আপডেট: ১৫:৪০, ৩ জুন ২০২১
মন্ত্রিসভায় বাজেট উপস্থাপনে অনুমোদন

২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বেলা ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে আজ দুপুর ১২টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভার কক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

আরো পড়ুন:

বেলা ৩টায় অর্থমন্ত্রী দেশের ৫০তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এবারের বাজেটের স্লোগান ‘জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি সচল রাখতে সব ধরনের পরিকল্পনা নিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট তৈরি করা হয়েছে। চলতি অর্থবছরের মতো এবছরও  বাজেটে করপোরেট কর কমানো হচ্ছে। এবারের বাজেটে অগ্রাধিকারের তালিকায় আছে স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান ও কৃষি সেক্টর। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে আছে চমক। দরিদ্রদের সুবিধা দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।  

উল্লেখ্য, চলতি (২০২০-২০২১) অর্থ বছরের বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: প্রস্তুত অর্থমন্ত্রী

আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৬ লাখ কোটি টাকার বাজেট

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়