ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাভাবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ২০১৯

শুভ দে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাভাবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ২০১৯

মাভাবিপ্রবি সংবাদদাতা: মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে আয়োজিত হয়েছে উদ্যোক্তা মেলা ২০১৯। রোববার সকালে শুরু হয়ে চলছে সন্ধ্যা পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মওদুদুল হক। বিবিএ ৭ম ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মনন ও মেধাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগে বিভিন্ন স্টল দেন। মেলায় অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বিভিন্ন স্টল পরিদর্শন করতে আসেন এবং নিজেদের পছন্দের জিনিসপত্র ক্রয় করেন।

নিজেদের বিভিন্ন হস্তশিল্প ছিল এই মেলার মূল আকর্ষণ। মেলায় ছিল পাটের তৈরি শিকা, পেয়ালা, ব্যাগ, গরু ছাগলের আধুনিক ফার্ম, বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র। ঝুড়ি, চেয়ার, ফুলদানি এবং মাসরুম চাষের পদ্ধতিও ছিল।

শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল অভাবনীয় উদ্যোগ দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।


রাইজিংবিডি/মাভাবিপ্রবি/৯ সেপ্টেম্বর ২০১৯/শুভ দে/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়