ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১ম শিফটের ভর্তি পরীক্ষা শুরু

তমাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১ম শিফটের ভর্তি  পরীক্ষা শুরু

জবি সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বাণিজ্য অনুষদের ১ম বর্ষের ১ম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শুরু হয়ে ১১.৩০ টায় শেষ হয়।

পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান রাইজিংবিডিকে জানান, পুরান ঢাকা যেহেতু একটা যানজটপূর্ণ এলাকা তাই পরবর্তী পরীক্ষায় পর্যাপ্ত সময় নিয়ে শিক্ষার্থীদের আসতে হবে। পরীক্ষা খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হচ্ছে। কোনো ধরণের বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয় নি। ইউনিট-৩ এর ৬১০টি আসনের বিপরীতে সর্বমোট বিশ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

পরীক্ষা কেমন হয়েছে জানতে চাওয়ায় রংপুর থেকে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী রাইজিংবিডিকে বলেন, ‘যানজটে খুব কষ্ট হয়েছিল, তবে পরীক্ষা ভালো হয়েছে। যারা দেখাদেখি করার চেষ্টা করেছে তাদের উত্তরপত্র কেড়ে নেওয়া হয়েছে। রেজাল্টের অপেক্ষায় আছি এখন।’

বরিশাল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেন, ‘পরীক্ষার হলে ঘড়ি ছিল না। তাছাড়া সিট খুঁজতে একটু কষ্ট হয়েছে। তবে পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে।’

ভর্তি পরীক্ষার সম্পর্কে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘ভর্তি পরীক্ষা স্বাভাবিক ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে, কোনো ধরণের অনিয়মের সৃষ্টি হয় নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকরা যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে ।’

তিনি আরো বলেন, ‘ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট পাওয়া যাবে।’

 

রাইজিংবিডি/জবি/ ১৪ সেপ্টেম্বর ২০১৯/ তমাল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়