ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তোষামোদ

হোসনেয়ারা হিমু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তোষামোদ

হেলায় হেলায় দিন করে ফেললাম পার,

সঠিক কাজে নাই কারো কোন চাড়।

নির্দেশনায় ব্যস্ত সবাই

কাজের বেলায় নাই।

 

রাগ দেখানোই পটু সবাই,

ক্ষণিক বাদে বাদে।

লোক দেখানো কাজে ব্যস্ত সবাই,

মন থেকে না করতে কেউ চাই!

 

চালাক চতুর মানুষগুলো

গল্প করে কাটায় সময়। 

সরল -বোকা মানুষগুলো আপন মনে,

ধীর গতিতে, নিজের ভেবে কাজটি চালায়।

 

যেই না দেখে আসছে বস 

চতুরগুলা বেজায় দেখায় কাজ। 

নাম ফুটানোই প্রধান উদ্দেশ্য,

কাজটি করা নয়।

 

ডিজিটাল যুগে নাম প্রকাশের 

মাধ্যমের অভাব নাই, 

কাজ না করেও ফটো তুলে 

দিবে গণমাধ্যমে।

 

বসকে দেখে কাজের তাড়া,

অন্য সময় গল্পে সেরা। 

এমন জাতি তোমরা কারা?  

বাঙালি! আমরা।

 

নিজ উদ‌্যোগে কররে কাজ ভাই,

লোক দেখানো নয়।

দীর্ঘস্থায়ী বড় হবে তুমি 

ক্ষণস্থায়ী নয়।

 

তোষামোদি কাজে যদি ব্যস্ত হও তুমি

নাম ফুটবে তোমার ক্ষণিকের,

চিরদিনের নয়।

কবি: শিক্ষার্থী, ট্যুরিজম অ‌্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

 

ইবি/হিমু/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়