ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোমন্থন

রহমতুল্লাহ রাফী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমন্থন

সেদিন নিস্তব্ধ নির্জন দ্বিপ্রহরে মুঠো হাতে বক্ষ বরাবর

আঘাত করে জানতে চেয়েছিলে-

-সাহস আছে?

 

নিরুত্তর আমি লজ্জা পেয়েছিলাম।

তারপর একদিন বায়োলজি পড়ে জানতে পারলাম,

তুমি যেখানে আঘাত করেছিলে তার ঠিক বা'পাশটায় নাকি ভালোবাসা থাকে।

অথচ তুমি একটিবারও জানতে চাওনি,

-ভালোবাসা আছে?

 

তুমি মনে হয় জানো না-পুরুষের নিকট সাহসের কথা জানতে নেই।

ঠিক যেমন জানতে নেই মেকাপের আস্তরে লুকিয়ে থাকা

মেয়েদের বয়স।

পুরুষ সৃষ্টি থেকেই সাহসী।

হিম্মতের ভেলায় চড়েই পুরুষকে জীবন-সমুদ্র পাড়ি দিতে হয়।

তাইতো পুরুষ-মন কখনো বার্ধক্যের মেঘ ছোঁয় না।

বলিরেখা, চামড়ার ভাঁজ এগুলোতো বাহ্যিক অবয়ব মাত্র।

অন্তরের চোখ দিয়ে অন্তর দেখে নিও,

দেখবে-প্রতিটি পুরুষ সেই আঠারো বছরের তরুণ।

বিশ্বজয়ী বীরপুরুষও কোমলমতি নারীর সম্মুখে সবকিছু তালগোল পাকিয়ে ফেলে।

তাই আর কখনো জানতে চেও না-

সাহস আছে কিনা।

ইচ্ছে হলে জেনে নিও-ভালোবাসা নাকি ঘৃণা!

কবি: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

চবি/মাহবুব এ রহমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়