ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বননের ৩৮তম বর্ষপূর্তি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বননের ৩৮তম বর্ষপূর্তি

সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে ৩৯ বছরে পা রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’।

বৃহস্পতিবার সংগঠনটির ৩৮তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে। দিনব্যাপী আয়োজনে দিবসটি উদযাপন করছে সংগঠনের বর্তমান-সাবেক সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

এদিন সকালে প্রদ্বীপ জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদযাপনের উদ্বোধন করেন প্রখ্যাত কবি মুহাম্মদ নূরুল হুদা। এরপর পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। পরে সমবেত সবাই বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে কবি নূরুল হুদা বলেন, ‘যতদূর পর্যন্ত বাংলা ভাষা ততদূর পর্যন্ত বাংলাদেশ। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বনন কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ঐতিহ্য ধরে রেখেছে। এই ধারা অব্যাহত রেখে যুগ যুগ ধরে মুক্ত কবিতা চর্চা এগিয়ে যাক।’

এবার দুই দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যা ৬ টা থেকে আবৃত্তি অনুষ্ঠান শুরু হবে। পরদিন সকালে আবৃত্তিকারদের আড্ডা এবং পরে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে।


রাবি/শাহিনুর খালিদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়