ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বৃত্ত-১২ রাঙিয়ে দিচ্ছে ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃত্ত-১২ রাঙিয়ে দিচ্ছে ক্যাম্পাস

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচের) শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে।

উৎসব চলবে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবারের র‌্যাগ ডে উৎসবের নাম দেয়া হয়েছে ‘বৃত্ত-১২’।

র‌্যালি ও কেক কেটে শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

মঙ্গলবার উপাচার্য প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও আনন্দ র‌্যালির নেতৃত্ব দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নানা রঙে রাঙিয়ে দেন একে অন্যকে।

র‌্যাগ ডে উৎসবের রঙে রঙিন হয়েছে ক্যাম্পাসের সবাই। ঢোল ও বাঁশির তালে আত্মহারা শিক্ষার্থীরা নেচে-গেয়ে, রং ছুড়ে, ঘোড়ার গাড়িতে চড়ে, রঙে সেজে গ্রুপ ছবি তুলে উদযাপন করেছে র‌্যাগ ডে উৎসবের প্রথম দিন।

এ উৎসবের প্রধান আকর্ষণ বুধবার সাংস্কৃতিক সন্ধ্যা এবং বৃহস্পতিবার অন্বেষণ, সিএনভি এবং আভাস ব্যান্ডের কনসার্ট।


মাভাবিপ্রবি/শুভ দে/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়