ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গল্পে-আড্ডায় সাংবাদিকতা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গল্পে-আড্ডায় সাংবাদিকতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নিয়মিত আয়োজন ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার ৪র্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচক ছিলেন সময় টেলিভিশনের রিপোর্টার নাজমুস সালেহী।

এ সময় তিনি ‘ক্যাম্পাস সাংবাদিকতার প্রস্তুতি ও টিকে থাকার লড়াই’ শীর্ষক আলোচনায় বলন, ‘সাংবাদিকতা কোন পেশা নয় বরং এটি একটি নেশা। তাই সাংবাদিকতা কী এবং কীভাবে বাঁধা উপেক্ষা করে এ পেশার লক্ষ্যে পৌঁছাতে হয়, তার জন্য সাংবাদিকদের প্রচুর পড়তে হবে। তবেই সাংবাদিকতার মূল বস্তু জানা যাবে। তাই প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি সাংবাদিকতা করবেন কি না। যদি করেন তাহলে এমনভাবে করতে হবে যেন কাজের কারণে পুরো বিশ্ব চিনতে পারে। তবেই এ অঙ্গনে বাঁধা উপেক্ষা করে টিকে থাকা সম্ভব। ক্যাম্পাস সাংবাদিকতা হচ্ছে এর কার্যকরী স্থান।’

সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্য সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

কুবি/দেলোয়ার/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়