ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে অংশ নিতে শীতের সকালে নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে জমায়েত হন। সেখানে ফুল দিয়ে তাদের বরণ করেন বর্তমান শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল নবীন শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা কী জানো তোমাদের জীবনের সব থেকে ভালো সময়টা আজ থেকে শুরু হলো। আজ থেকে তোমরা স্বাধীন। তোমরা নিজেদের মতো পড়তে পারবে, এই সুন্দর ক্যাম্পাসে ঘুরতে পারবে, নাটক করতে পারবে।’

নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে জাফর ইকবাল বলেন, ‘আমার জীবনের সব চেয়ে সুন্দর সময়টা ছিল যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতাম। কী চমৎকার একটা বিশ্ববিদ্যালয়। এটা সেই জায়গা, যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হেঁটে গিয়েছেন। আমি মঞ্চ থেকে দেখে ভাবছিলাম, কাজী নজরুল ইসলাম নিজেই হয়তো এই পথে দিয়ে হেঁটে গেছেন। আমি এখন সে পথ দিয়ে হাঁটছি। ভাবতে পারো এটা কত বড় সৌভাগ্য।’

এসময় শিক্ষার্থীদের স্মার্টফোনের অতি ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান প্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমরা প্রযুক্তিকে ব্যবহার করবো; প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করতে পারে।’

স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকে অসাধারণ প্রোগ্রাম হয়ে গেছে। এটা আমার এই ক্যাম্পাসে তৃতীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কিন্তু এবারের ওরিয়েন্টেশন সত্যিই অতুলনীয় অসাধারণ ও ব্যতিক্রমী। কারণ, জাফর ইকবাল স্যার আমাদের মাঝে এসেছেন।’


জাককানইবি/আশিক/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়