ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্ববিদ্যালয়গুলোতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ববিদ্যালয়গুলোতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে যথাযোগ্য মযার্দায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

নোবিপ্রবিতে ৭ মার্চ উদযাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো  হয় এবং র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক উদ্দিন। অন্যদের মাঝে ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ)। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।

শনিবার সকাল ১১টায় র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।

শাবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি এবং বঙ্গবন্ধু সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুষ্পস্তবক অর্পণের পর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে বৃষ্টিকে উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি হয়।

সিকৃবিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করা  হয়েছে।

এ উপলক্ষে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়েজন করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি  সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু কৃষি চত্বরে এসে শেষ হয় ।

এতে নেতৃত্ব দেন উপাচার্য ড. মতিয়ার রহমান হাওলাদার। এ সময় রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মিটু চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ দিবস

সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনাসভা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্টার এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে নির্মিত মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।


নোবিপ্রবি/ফাহিম/কুবি/রাশেদ/শাবিপ্রবি/মাসুদ/সিকৃবি/রায়হান/ইবি/নাহিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়