ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্প স্থগিত

অনিক আহমেদ, গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্প স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণের শঙ্কায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত (গবি) বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্প-২০২০ এর সব খেলা স্থগিত করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষক হাবিব উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাম্প্রতিক চীন, ইতালিসহ সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। এর সংক্রমণ প্রতিরোধে যেকোনো ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার নির্দেশনাকে মেনে চলতেই দেশের সকল ভেন্যুর খেলা স্থগিত করা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই এ অবস্থার উত্তরণ হবে এবং বাকি খেলাগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, মোট ১২টি ইভেন্টে এ প্রতিযোগিতায় ১০২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬ হাজার প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন।

ইভেন্টগুলো হলো অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, টেবিল টেনিস, ভবিবল, সাইক্লিং ও কাবাডি। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৮৭টি পদকের জন্য লড়ছেন তারা।


গবি/অনিক/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়